ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ককটেল বিস্ফোরণে নারী আহত হওয়ার অভিযোগ, পুলিশ বলছে পটকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
ওয়ারীতে ককটেল বিস্ফোরণে নারী আহত হওয়ার অভিযোগ, পুলিশ বলছে পটকা

ঢাকা: রাজধানীর ওয়ারী থানার সামনে ককটেল বিস্ফোরণে মাকসুদা বেগম (৫৫) নামে এক নারী আহত হওয়ার অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে, দুটি পটকা ফোটানোর ঘটনা ঘটলেও আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।

রোববার (১৯ নভেম্বর) স্বামী আবুল বাশার শেখকে নিয়ে রাত পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেলে হাসপাতালে চিকিৎসা নিতে আসেন আহত মাকসুদা।

তারা জানান, গেন্ডারিয়া রাইফেল ক্লাবের পাশে একটি বাসায় ভাড়া থাকেন তারা। সন্ধ্যায় তাদের ছেলে মাহবুবকে (১৮) পুলিশ আটক করেছে এমন খবর পান। এই কারণে ওয়ারী থানার সামনে গিয়ে দেখতে তারা পান, থানার সামনের রাস্তায় তাদের ছেলে মাহবুবকে দাঁড় করিয়ে রেখেছে পুলিশ।

তখন পুলিশের সঙ্গে কথা বলার সময় হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তারা। ওই বিস্ফোরণে ককটেলের স্পিনটার মাকসুদার হাতে আঘাত করে। পরে আহত অবস্থায় প্রথমে সালাউদ্দিন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকা মেডিকেলে আসে চিকিৎসা নিতে আসেন।

এই বিস্ফোরণের ঘটনায় তাদের ছেলে মাহবুবও সামান্য আহত হয়েছেন। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।

এদিকে, ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, রাত ৮টার দিকে থানার সামনে দুটি পটকা ফোটানোর ঘটনা ঘটেছে। এতে কেউ আহত হয়েছে কি না তাদের জানা নেই।

বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।