ঢাকা, সোমবার, ১৫ আশ্বিন ১৪৩১, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডেমরায় পরিত্যক্ত বাড়িতে অভিযান, মিলল ১৫ ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩
ডেমরায় পরিত্যক্ত বাড়িতে অভিযান, মিলল ১৫ ককটেল

ঢাকা: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব। পরে বাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থল থেকে ১৫টি ককটেল উদ্ধার করে।

 ককটেল তৈরির অভিযোগে দুইজনকে আটকও করা হয়েছে।

সোমবার (২০ নভেম্বর) রাতে ডেমরার খাঁননগর এলাকার বাড়িটিতে এ অভিযান চালানো হয়। আটক দুজন হলেন- মোহাম্মদ জাকির শিকারি (৩৫) ও মোহাম্মদ ইসরাফিল ভূঁইয়া (৫০)।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) শামিম হোসেন বাংলানিউজকে বলেন, নাশকতা করার জন্য বাড়িটিতে ককটেল তৈরি করা হচ্ছিল। এ ঘটনায় আমরা দুইজনকে আটক করেছি।

তিনি বলেন, ওই বাড়িটি তল্লাশি করে এখন পর্যন্ত ১৫টি ককটেল জব্দ করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের বোম্ব ডিসপোজাল ইউনিট কাজ করছে। সেখানে ককটেল তৈরির সরঞ্জাম ও রসদ রয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৩ 
এসজেএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।