ঢাকা, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ডেভিল হান্ট: যশোরে আওয়ামী লীগের নয় নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
ডেভিল হান্ট: যশোরে আওয়ামী লীগের নয় নেতাকর্মী আটক আটকরা

যশোর: অপারেশন ডেভিল হান্ট অভিযানে যশোরে চিহ্নিত সন্ত্রাসী ফেরদৌসসহ আওয়ামী লীগের নয় নেতাকর্মীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ও সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে যশোরের বিভিন্ন এলাকা থেকে এসব ব্যক্তিদের আটক করা হয়।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।  

আটকরা হলেন- বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দীনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকৃঞ্চপুরের মৃত হোসেন আলী মোল্যার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলা এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আটকদের মধ্যে বলরামপুর গ্রামের ফেরদৌস নরেন্দ্রপুর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।  

তিনি ওয়ার্ড আওয়ামী লীগের নেতা হলেও তার দাপটে তটস্থ ছিলেন পুরো ইউনিয়নবাসী। চাঁদাবাজি, সন্ত্রাস, বিএনপি নেতাদের আটক বাণিজ্যে লিপ্ত ছিলেন তিনি।  

স্থানীয়দের অভিযোগ, ফেরদৌস রূপদিয়া ওয়েলফেয়ার একাডেমিতে নিয়োগের নামে লাখ লাখ টাকা হাতিয়েছেন।

আটক অন্যরা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা। তাদের বিরুদ্ধেও সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাটসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

যশোর কোতোয়ালি থানার ওসি কাজী বাবুল জানান, আটকদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ রয়েছে।  

২০১৮ সালের ৩০ ডিসেম্বর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটকেন্দ্রে বোমাবাজির অভিযোগে গত ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় অ্যাডভোকেট মুন্সী মঞ্জুরুল ইসলামের দায়ের করা মামলায় আটকদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।