ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

ফেনীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
ফেনীতে বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা

ফেনী: ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২০ নভেম্বর) বিকেলে বাসচালক দাউদ বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

মামলার এজাহার সূত্রে জানা যায়, রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মহিপাল ফ্লাইওভারের উত্তরাংশে দাঁড়িয়ে থাকা নোয়াখালী রুটে চলাচলরত সুগন্ধা পরিবহনের দাঁড়িয়ে থাকা তালাবদ্ধ বাসে হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষতি হয়েছে।  

দাউদ বলেন, হরতালের কারণে সারাদিন বাস চালানো হয়নি। গাড়ির বিভিন্ন মেরামত কাজ শেষ করে রাস্তার পাশে তালাবদ্ধ করে রেখেছিলাম। হঠাৎ কয়েকজন লোক এসে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।  

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, বাসে আগুন দেওয়ার ঘটনায় বাসচালক অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন। দুর্বৃত্তদের চিহ্নিত করার জন্য আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পাওয়া যায়নি। ওই এলাকায় ক্যামেরা থাকলেও সেদিন দুপুর থেকে সেটি নষ্ট হয়ে যায়। নাশকতাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১১১৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।