ঢাকা, সোমবার, ১৮ ফাল্গুন ১৪৩১, ০৩ মার্চ ২০২৫, ০২ রমজান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৭ যাত্রীবাহী বাস ভাঙচুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
খাগড়াছড়িতে ৭ যাত্রীবাহী বাস ভাঙচুর

খাগড়াছড়ি: জেলার গুইমারায় ঢাকাগামী সাত যাত্রীবাহী গাড়িতে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িগুলোর কাঁচ ভেঙে ফেলা হয়।

সোমবার (২০ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গুইমারার বাইল্যাছড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। এতে এক যাত্রী আহত হন।

জানা যায়, রাতে খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে বিভিন্ন পরিবহনের বাসগুলো ঢাকার পথে রওয়ানা হয়। পথে গুইমারা উপজেলার বাইল্লাছড়ি নামক এলাকায় পৌঁছালে বাসগুলোতে দুর্বৃত্তরা অতর্কিত হামলা চালায়। এতে রবি এক্সপ্রেস, শ্যামলী পরিবহন, শান্তি পরিবহনসহ সাতটি বাসের কাঁচ ভাঙচুর করা হয়। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।

গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২৩
এডি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।