ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
১৫ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

রাজবাড়ী: রাজবাড়ীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাবু আলী প্রামাণিক দীর্ঘ ১৫ বছর পালিয়ে থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার (২০ নভেম্বর) রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বাবু আলী প্রামাণিক রাজবাড়ী জেলার পাংশা উপজেলার ঢেকিপাড়া গ্রামের আকবর প্রামাণিকের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৫ সালের ১৫ ফেব্রুয়ারি রাতে পাংশা উপজেলার ঢেকিপাড়া গ্রামের প্রতিবেশী এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণ করে বাবু আলী প্রামাণিক। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামি বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালত ২০০৭ সালের অক্টোবরের ৭ তারিখে ধর্ষণের দায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এ রায়ের পর থেকেই  তিনি পলাতক ছিলেন।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৫ বছর পলাতক থাকা ধর্ষণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বাবু আলী প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।