ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
মাদারীপুরে গণপিটুনিতে ২ জনের মৃত্যুর ঘটনায় মামলা

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর গণপিটুনিতে ডাকাতদলের দুই সদস্যের মৃত্যুর ঘটনায় শিবচর থানায় দুটি মামলা দায়ের হয়েছে।  

বুধবার (২২ নভেম্বর) শিবচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. গোলজার আলম বাদী হয়ে অজ্ঞাত তিনশতাধিক ব্যক্তির নামে একটি হত্যা মামলা এবং ডাকাতির ঘটনায় ভুক্তভোগী দেলোয়ার হাওলাদার বাদী হয়ে ডাকাতির অপর মামলাটি দায়ের করেন।

শিবচর থানার উপ-পরির্দশক (এসআই) মো.গোলজার আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

শিবচর থানা সূত্রে জানা গেছে,শিবচরের বাঁশকান্দি ইউনিয়নের ছলেনামা এলাকায় সোমবার দিবাগত ভোর রাতে এক বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী ধাওয়া করে দুইজনকে ধরে গনপিটুনি দেয়। খবর পেয়ে ভোরে ঘটনাস্থল থেকে দুইজনকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে এলে মিরজন নামের একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহতাবস্থায় আচমত আলী বেপারী ওরফে হাসমতকে উন্নত চিকিৎসার জন্য মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হলে ওই দিন দুপুরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা এবং ভুক্তভোগী বাদী হয়ে ডাকাতির মামলা দায়ের করেছে।

এদিকে সাগর হাওলাদার (২৮) ও মোস্তফা কামালকে (৬৫) নামের আটককৃত দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) মো.গোলজার আলম বলেন, ডাকাতি এবং গনপিটুনিতে নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে। তার একটি হত্যা মামলা। যেখানে অজ্ঞাত তিনশতাধিক ব্যক্তিকে আসামী করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা,নভেম্বর ২২,২০২৩
এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।