ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

জাবিতে প্রজাপতি মেলা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
জাবিতে প্রজাপতি মেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ প্রতিপাদ্যকে ধারণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হয়েছে ১৩তম প্রজাপতি মেলা। সারা দিন নানা কর্মসূচির মধ্য দিয়ে চলে এ মেলা।

শুক্রবার (২৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।

তিনি বলেন, প্রজাপতি মেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী মেলা। এটি সবার কাছে খুবই জনপ্রিয়। প্রতিবছর দেশের নানা প্রান্ত থেকে দর্শনার্থীরা ছুটে আসে মেলা দেখতে। প্রজাপতি প্রকৃতির একটি উপাদান। আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি সংরক্ষণের জন্য। ইতোমধ্যে আমরা জীব-বৈচিত্র্যের মাস্টারপ্ল্যান প্রণয়নের একটি উদ্যোগ নিয়েছি। খুব দ্রুত এটি প্রণয়ন করা হবে।

মেলার আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. মনোয়ার হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ আগের তুলনায় বিনষ্ট হওয়ার কারণে প্রজাপতিও বিলুপ্ত হয়ে যাচ্ছে। ২০১০ সালে প্রথম যখন প্রজাপতি মেলার আয়োজন করা হয় তখন প্রজাপতির বিভিন্ন প্রজাতির সংখ্যা ছিল ১১০টি। কিন্তু বর্তমানে সেই সংখ্যা এসে দাঁড়িয়েছে ৫৭ তে। আমরা চেষ্টা করছি, যতগুলো রয়েছে সেগুলো সংরক্ষণ করার। এজন্য পরিবেশ সংরক্ষণের বিষয়েও আমাদের সচেতন হতে হবে।

এ বছর মেলায় বন্যপ্রাণী ও প্রজাপতি সংরক্ষণে সার্বিক অবদানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলামকে ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড ২০২৩’ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. জহির রায়হানকে ‘বাটারফ্লাই ইয়াং ইনথুসিয়াস্ট অ্যাওয়ার্ড ২০২৩’ দেওয়া হয়। এ ছাড়া প্রজাপতিবিষয়ক প্রতিবেদন লেখার জন্য দুজন সাংবাদিক ও একজন লেখককে পুরস্কৃত করা হয়।

মেলায় প্রজাপতির গল্পে পাপেট শো ও প্রজাপতির অরিগ্যামি প্যারেড প্রদর্শিত হয়। শিশু-কিশোরদের জন্য প্রজাপতিবিষয়ক ছবি আঁকা প্রতিযোগিতা, প্রজাপতি ও প্রকৃতিবিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে আয়োজক কমিটি। এ ছাড়া প্রজাপতির আলোকচিত্র প্রদর্শনী, প্রজাপতিবিষয়ক আলোকচিত্র প্রতিযোগিতা, প্রজাপতির হাট দর্শন, প্রজাপতির আদলে ঘুড়ি উড়ানো প্রতিযোগিতা, বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতি চেনা প্রতিযোগিতা, প্রজাপতিবিষয়ক ডকুমেন্টারি প্রদর্শনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, প্রজাপতি সংরক্ষণ ও গণসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রজাপতি মেলা আয়োজিত হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘কীটতত্ত্ব’ শাখা এ মেলার আয়োজন করে।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।