বান্দরবান: সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিকযুদ্ধ '৭১ বান্দরবান পার্বত্য জেলার সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার।
সভায় প্রধান অতিথি বেদার বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবারও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।
এসময় তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাড়ানোর জন্য প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।
সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশকে সভাপতি ও মোহাম্মদ কামাল পাশাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
পিডি/টিসি