ঢাকা, মঙ্গলবার, ১৯ ফাল্গুন ১৪৩১, ০৪ মার্চ ২০২৫, ০৩ রমজান ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতাবিরোধীদের রুখতে হবে ...

বান্দরবান: সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিকযুদ্ধ '৭১ বান্দরবান পার্বত‍্য জেলার সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার (২৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সাধন চন্দ্র দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল পাশার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক বেদারুল আলম চৌধুরী বেদার।

বিশেষ অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম চৌধুরী, সদস্য মঈনুল আলম খান। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, মুক্তিযোদ্ধা সত‍্যেন্দ্র মজুমদার, মুক্তিযোদ্ধা রাজা মিয়া, মুক্তিযোদ্ধা মনির আহমেদ, মুক্তিযোদ্ধা দিলীপ দাশ, মুক্তিযোদ্ধা আবদুস সালাম, মুক্তিযোদ্ধা মোহাম্মদ এয়াকুব, মুক্তিযোদ্ধা আবদুর রহীম, মুক্তিযোদ্ধা কবির আহমদ, মুক্তিযোদ্ধা আবদুল জলিল, শ্রমিক নেতা রফিকুল ইসলাম, কামরুল হাসান টিপু, লুসাই মং, নারীনেত্রী পাই উ ক্রঞ মার্মা, নার্গিস সুলতানা, যুবনেতা লিটন চক্রবর্তী প্রমূখ।

সভায় প্রধান অতিথি বেদার বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আবারও বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি ও সমৃদ্ধির বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার বিকাশ ও অর্থনৈতিক অগ্রযাত্রা থামিয়ে দিতে চায়।

এসময় তিনি স্বাধীনতাবিরোধী অপশক্তিকে মুক্তিযুদ্ধের চেতনায় রুখে দাড়ানোর জন‍্য প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান।

সভায় সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র দাশকে সভাপতি ও মোহাম্মদ কামাল পাশাকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট বান্দরবান জেলা সেক্টর কমান্ডারস ফোরামের কার্যকরী কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৩
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।