ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

সোমবার র‍্যাবের হাতে গ্রেপ্তার ২৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, নভেম্বর ২৭, ২০২৩
সোমবার র‍্যাবের হাতে গ্রেপ্তার ২৬

ঢাকা: গত ২৮ অক্টোবর সহিংসতা ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দায়ে দিনভর অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া ২৮ অক্টোবর ও পরে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত সর্বমোট ৭৬৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সোমবার (২৭ নভেম্বর) রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর ও পরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতার ঘটনা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‍্যাব।

এরই ধারাবাহিকতায় ২৭ নভেম্বর অভিযান চালিয়ে হাতিরঝিল ৩৫ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি হানিফ রায়হান ও রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ইউনিয়ন যুবদল সভাপতি আরমান উল্লাহ ডাবলুকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, সহিংসতা প্রতিরোধে ঢাকায় র‍্যাবের ১৪২ ও সারাদেশে ৪২৬ টহল দল মোতায়েন রয়েছে। এছাড়া গণপরিবহনের নিরাপত্তায় দূরপাল্লার বাসগুলোকে চাহিদার পরিপ্রেক্ষিতে র‍্যাব এসকর্ট দিয়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে।

এছাড়াও যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।