ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেঙ্গু: মমেক হাসপাতালে আরও এক নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
ডেঙ্গু: মমেক হাসপাতালে আরও এক নারীর মৃত্যু

ময়মনসিংহ: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে সাবিনা আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ নভেম্বর) ভোরে হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

 

সাবিনা আক্তার নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার বাসিন্দা মো. শামসুদ্দিনের মেয়ে।  

মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ফোকাল পারসন ডা. ফরহাদ হোসেন হিরা এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবিনা ঢাকার নতুন বাজার এলাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে রোববার (২৬ নভেম্বর) রাতে মমেক হাসপাতালে ভর্তি হন। পরে সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  

ডা. ফরহাদ আরও জানান, বর্তমানে হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ডে ৫০ জন রোগী ভর্তি রয়েছে। এর মধ্যে একটি শিশু, পুরুষ ৩৯ জন এবং ১০ জন নারী রয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৪ জন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৭ জন রোগী।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।