ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদসহ গ্রেপ্তার ১০

বাগেরহাট: সুন্দরবনে ফাঁদসহ ১০ হরিণ শিকারিকে আটক করেছেন বনরক্ষীরা। মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আদালতে পাঠানো হয়েছে।

এ সময় দুইটি দা ও একটি কুড়াল জব্দ করা হয় আটকদের কাছ থেকে।

এর আগে সোমবার (২৭ নভেম্বর) বিকেলে সুন্দরবন পূর্ব বন বিভাগের দুবলার চর সংলগ্ন বড় জামতলা এলাকা থেকে ৭৫০ ফুট ফাঁদসহ এ শিকারিদের আটক করা হয়।  

আটককৃতরা হলেন, বংকেশ মণ্ডল, দেবাশীষ মণ্ডল, ইউনুচ গাজী, দিব্যানন্দ রায়, বাসু মণ্ডল, সুদিপ্ত বাছাড়, দিলীপ মণ্ডল, আশীষ ঢালী, সুমন মণ্ডল ও সুজয় মহলদার। তাদের বাড়ি খুলনা জেলার পাইকগাছা ও ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। রাসপূজা উপলক্ষে পাসপার্মিট নিয়ে সুন্দরবনে প্রবেশ করেছিলেন তার। কিন্তু পূজা ও ধর্মীয় আচার অনুষ্ঠানে অংশ না নিয়ে নিজেরা হরিণ শিকারের জন্য আলাদা স্থানে অবস্থান করছিলেন বলে জানিয়েছে বন বিভাগ।

সুন্দরবন পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) শেখ মাহাবুব হাসান বলেন, আটক শিকারিরা পূণ্যার্থী হিসেবে দুবলার চরে এসেছিলেন। তারা উৎসবে অংশ না নিয়ে বড় জামতলা বনের গহীনে ফাঁদ পেতে হরিণ শিকারের চেষ্টা করছিল। রাস উৎসব ঘিরে বনবিভাগের কঠোর নজরদারির কারণে তাদের মিশন সফল হয়নি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।