ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১৬ বছরের সংসার জীবন থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
১৬ বছরের সংসার জীবন থেকে মুক্তি পেয়ে দুধ দিয়ে গোসল

গাইবান্ধা: গাইবান্ধার ফুলছড়িতে দাম্পত্য কলহের জেরে ১৬ বছর পর বিবাহ বিচ্ছেদ ঘটেছে আয়শা-হান্নান দম্পতির।  

সংসার জীবন থেকে মুক্তি পাওয়ার আনন্দে ২০ কেজি দুধ দিয়ে গোসল করে শুকরিয়া আদায় করেছেন স্বামী আব্দুল হান্নান মিয়া (৪০)।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে উড়িয়া ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হান্নান ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া গ্রামের বাসিন্দা। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এর আগে প্রায় ৫ বছর প্রবাসে ছিলেন তিনি।

স্থানীয়রা জানান, ১৬ বছর আগে একই এলাকার আয়শা বেগমের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় আব্দুল হান্নানের। দাম্পত্য জীবনে তাদের ১২ ও ১৫ বছরের দুই ছেলে সন্তান রয়েছে।  

বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এর জেরে সম্প্রতি তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। একপর্যায়ে আদালতে আয়শা এফিডেভিটের মাধ্যমে হান্নানের সঙ্গে বিয়ে বিচ্ছেদ ঘটান। এ খবর পেয়ে দুধ দিয়ে গোসল করেন হান্নান।

এ ব্যাপারে আব্দুল হান্নান জানান, দীর্ঘ সংসার জীবনে দাম্পত্য কলহের কারণে তিনি হাঁপিয়ে উঠেছেন। এ থেকে মুক্তি মেলায় সোমবার (২৭ নভেম্বর) দুপুরে নিজ বাড়িতে ২০ কেজি দুধ দিয়ে দুধ দিয়ে গোসল করেন। এসময় তিনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন।

এছাড়া আইনগতভাবে এই বিচ্ছেদ হওয়ায় তিনি ঝামেলা থেকে মুক্তি পেয়েছেন বলেও দাবি করেন আব্দুল হান্নান।

উড়িয়া ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা বিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।