ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৬, নভেম্বর ২৯, ২০২৩
ঢাকা রিপোর্টার্স ইউনিটির বার্ষিক সাধারণ সভা ছবি: ডিএইচ বাদল

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে এ সভা অনুষ্ঠিত হয়। এজিএম উপলক্ষে ডিআরইউর সদস্যদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো সেগুনবাগিচা এলাকা।

এজিএমের শুরুতে গত এক বছরে মারা যাওয়া সদস্যদের জন্য শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এসময় তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তুলে ধরা হয় ২০২৩ সালের আর্থিক প্রতিবেদন।

ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সদস্যদের উদ্দেশে ‘সাধারণ সম্পাদকের’ প্রতিবেদন উপস্থাপন করেন। পর্যায়ক্রমে গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব উপস্থাপন, উপস্থাপিত প্রতিবেদনের ওপর আলোচনা এবং সবশেষে সাধারণ সম্পাদকের প্রতিবেদন ও আর্থিক প্রতিবেদন অনুমোদনের মধ্যে দিয়ে শেষ হয় এজিএম।

সভায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, ঢাকায় পেশাগত সাংবাদিকদের সব থেকে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি। আমরা এ সংবাদকর্মীদের পেশাগত মান উন্নয়নের জন্য বিভিন্ন সময় প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এ ছাড়া স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও অন্যান্য দিকেও আমরা তাদের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করেছি। এ সংগঠন সাংবাদিকদের অধিকার আদায়ের প্রশ্নে আপসহীন এবং ভবিষ্যতেও তাই থাকবে বলে আমি মনে করি।

বার্ষিক সাধারণ সভা শেষে আগামী বৃহস্পতিবার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত হবে নির্বাচন। ডিআরইউর সদস্যরা ভোট দিয়ে এক বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এইচএমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।