খুলনা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে খুলনায় মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের চারজন প্রার্থীসহ পাঁচজন।
বুধবার (২৯ নভেম্বর) খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খন্দকার ইয়াসির আরেফীনের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।
নৌকার চার প্রার্থী হলেন- খুলনা-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহ উদ্দিন জুয়েল, খুলনা-৩ আসনের প্রার্থী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী এবং খুলনা-৬ আসনের প্রার্থী মো. রশীদুজ্জামান। এ সময় খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।
এর মধ্যে দুপুর আড়াইটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান সেখ জুয়েল ও এস এম কামাল। এ সময় খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানাসহ বিভিন্ন থানা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
এদিকে বিকেল ৩টায় মনোনয়নপত্র জমা দেন খুলনা-৪ আসনের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও যুগ্ম সম্পাদক কামরুজ্জামান জামাল উপস্থিত থাকলেও মনোনয়নপ্রত্যাশী অন্য নেতারা উপস্থিত ছিলেন না।
এদিন আওয়ামী লীগের চার প্রার্থী ছাড়াও রিটার্নিং কর্মকর্তার কাছে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি হলেন- খুলনা-৪ আসনে মো. জুয়েল রানা।
এদিকে বিকেল ৩টা পর্যন্ত খুলনার ছয়টি আসনে ৪০ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আর জমা দিয়েছেন পাঁচজন।
প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।
এ ছাড়া সংসদ নির্বাচনের জন্য ৬৬ জন রিটার্নিং কর্মকর্তা ও ৫৯২ জন সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ চূড়ান্ত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এমআরএম/আরবি