ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

সিলেটের ৬টি আসনে ৫৫ মনোনয়ন ফরম সংগ্রহ, জমা ৩

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০২, নভেম্বর ২৯, ২০২৩
সিলেটের ৬টি আসনে ৫৫ মনোনয়ন ফরম সংগ্রহ, জমা ৩

সিলেট: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে সিলেটের ৬টি আসনের বিপরীতে ৫৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

বুধবার (২৯ নভেম্বর) পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন সিলেট-১ আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আব্দুল মোমেনসহ তিনজন।

অপর দুইজন হলেন-সিলেট-১ আসনে ফয়জুল হক এবং সিলেট-২ মনোনয়নপত্র দিয়েছেন আসনে সিলেটের বিশ্বনাথ পৌর মেয়র মুহিবুর রহমান।   

জাতীয় সংসদ নির্বাচনে সিলেটের সহকারী রিটানিং কর্মকর্তা জেলা প্রশাসনের স্থানীয় সরকার উপ-পরিচালক সুবর্ণা সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, সিলেট জেলার ৬টি সংসদীয় আসনের বিপরীতে বুধবার (২৯ নভেম্বর) ১১টি মনোয়ন ফরম বিতরণ করা হয়েছে। এখন পর্যন্ত বিতরণকৃত মোট মনোনয়ন ফরমের সংখ্যা ৫৫টি।

এরমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে ২টিএবং বিশ্বনাথ উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ১টি মনোনয়ন ফর্ম জমা হয়েছে। সিলেট সদর উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়েও পররাষ্ট্রমন্ত্রী মনোনয়নপত্রের আরেকটি কপি জমা দেন।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩

এনইউ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।