ঢাকা: ১৯৯৩ সালে কেরানীগঞ্জে বাবা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যায় জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আরিফকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাতে নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কেরানীগঞ্জে বাবা ও ছেলেকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার সঙ্গে জড়িত মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এমএমআই/এফআর
বাংলাদেশ সময়: ১০:১২ এএম, ডিসেম্বর ১, ২০২৩ /