ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামুতে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২৩
রামুতে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, ফল প্রকাশ

কক্সবাজার: রামুতে অষ্টমবারের মত অনুষ্ঠিত হয়েছে প্রজন্ম’৯৫ বৃত্তি পরীক্ষা। এবার উপজেলার ২১ টি মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।

শনিবার (২ ডিসেম্বর) সকালে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে রামুর ঐতিহ্যবাহী সংগঠন প্রজন্ম’৯৫ শিক্ষা ট্রাস্ট এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে।  একই দিন সন্ধ্যায় ফলাফল প্রকাশ করা হয়।

এবারের পরীক্ষায় ট্যালেন্টপুলে তিনজন এবং ইউনিয়ন ভিত্তিক ১০ জনসহ মোট ১৩ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে।

এবার ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা তিনজনই বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বৃত্তিপ্রাপ্তরা হলেন, ঐন্দ্রিলা বড়ুয়া, ফুয়াদ আল আহাদ, নওশিন তারান্নুম।

এদিকে সকালে বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি সমৃদ্ধ দেশ গড়তে হলে মেধাবী প্রজন্ম গড়ে তোলার কোন বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধার বিকাশ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার জন্য প্রজন্ম’৯৫ সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এ প্রয়াস ধন্যবাদ পাওয়ার যোগ্য।

এ সময় আরও বক্তব্য দেন প্রবীণ শিক্ষক আব্দুল হালিম, সাংস্কৃতিক সংগঠক মাস্টার মো. আলম, প্রবীণ শিক্ষক মুজিবুল হক, মাস্টার মো. মীর কাসেম, রামু খিজারী সরকারী উচ্চ বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক মো. শহীদুল্লাহ, নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক নীলোৎপল বড়ুয়া, রামু সরকারি কলেজের সহকারি অধ্যাপক ইজত উল্লাহ, শিক্ষক ভূবন বড়ুয়া, প্রজন্ম ৯৫ বৃত্তি পরিচারনা পর্ষদের আহবায়ক নজিবুল আলম, সদস্য সচিব ছালামত উল্লাহ প্রমুখ।  

সন্ধ্যায় ফল প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- প্রজন্ম’৯৫ এর সাধারণ সম্পাদক রেজাউল আমিন মোরশেদ, প্রজন্ম’৯৫ বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক বজলুচ সাত্তার ও সুনীল বড়ুয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘন্টা, ডিসেম্বর ০২, ২০২৩ 
এসবি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।