ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বকশিবাজারে গলায় ফাঁস দিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
বকশিবাজারে গলায় ফাঁস দিলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী

ঢাকা: রাজধানীর চকবাজারের বকশিবাজার এলাকার একটি বাসায় বাবলু সাহা (৫৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

রোববার (৩ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

মৃত বাবলুর শ্যালক সঞ্জয় কুমার সাহা জানান, এক ছেলে ও মেয়ের জনক বাবলু। স্ত্রী-সন্তান নিয়ে বকসিবাজারের একটি বাসায় থাকতেন। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি। তবে ব্যবসার অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেজন্য মানসিকভাবে ভেঙ্গে পড়েন।

স্বজনরা জানান, ভোরে ওই বাসায় ফ্যানের সঙ্গে রশি প্যাঁচিয়ে গলায় ফাঁস দেন বাবলু। স্ত্রী শিল্পী সাহা দেখতে পেয়ে স্বজনদের খবর দিলে তারা সেখান থেকে নামিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসেন।
তার বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। বাবার নাম কিশোর মোহন সাহা।

চিকিৎসকের বরাত হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি চকবাজার থানা পুলিশ তদন্ত করছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।