ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

রিহ্যাবে প্রশাসক হিসেবে যোগ দিলেন জান্নাতুল ফেরদৌস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
রিহ্যাবে প্রশাসক হিসেবে যোগ দিলেন জান্নাতুল ফেরদৌস

ঢাকা: রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (রিহ্যাব) প্রশাসক হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের (প্রশাসন-৪ শাখা) উপ-সচিব জান্নাতুল ফেরদৌস যোগ দিয়েছেন।

রোববার (৩ ডিসেম্বর) সকালে তিনি রিহ্যাব অফিসে আনুষ্ঠানিকভাবে নিজের কার্যক্রম শুরু করেন।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী তিনি আগামী তিন মাসের মধ্যে রিহ্যাবের পরিচালনা পর্ষদের নির্বাচন সম্পন্ন করার পাশাপাশি দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করবেন।

রিহ্যাবে যোগ দেওয়া প্রশাসক জান্নাতুল ফেরদৌস রিহ্যাব পরিচালনা পর্ষদের একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন সফল করার জন্য সবার সহযোগিতা চেয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
এসএমএকে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।