ঢাকা: বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীসহ রাজধানী ও এর পার্শ্ববর্তী সব খাল দ্রুততম সময়ের মধ্যে পুনঃসংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৪ ডিসেম্বর) ঢাকার চারপাশের নদীসমূহের দূষণরোধ ও নাব্যতা রক্ষার লক্ষ্যে প্রণীত মাস্টার প্ল্যানের আলোকে সম্পাদিত সমীক্ষা প্রতিবেদন উপস্থাপন এবং তৎসংশ্লিষ্ট প্রকল্প গ্রহণের নীতিগত সিদ্ধান্ত বিষয়ক এ সভায় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন।
পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ঢাকার বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা ও বালু নদীসহ রাজধানী ও এর পার্শ্ববর্তী সকল খাল দ্রুততম সময়ের মধ্যে পুনঃসংস্কারের নির্দেশনা দিয়েছেন।
ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার নদী ও খাল পুনঃসংস্কারের জন্য সাতটি হটস্পট চিহ্নিত করা হয়েছে। হটস্পট সাতটি হচ্ছে: গাজীপুর, গড়ানচটবাড়ী, সাভার, পূর্বাচল, কল্যাণপুর, নারায়ণগঞ্জ ও কামরাঙ্গীরচর।
চিহ্নিত এ সাতটি হটস্পটে অগ্রাধিকার ভিত্তিতে সমন্বিত প্রকল্প গ্রহণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে পর্যায়ক্রমে সারা দেশে এই হটস্পট কৌশল বাস্তবায়ন করার পরামর্শ দেন সরকার প্রধান।
সভায় প্রতিবেদন উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।
এর আগে সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নদী দূষণ বন্ধের নির্দেশনা দিয়ে বলেন, আমাদের নদী বাঁচাতেই হবে। বাংলাদেশকে বাঁচাতে হলে নদী বাঁচাতে হবে। নদী আমাদের বাংলাদেশের জন্য, ঠিক আমাদের দেহে যেমন রক্ত চলাচলের জন্য শিরা উপশিরা আছে। আমাদের বাংলাদেশের টিকে থাকাটাও নির্ভর করে এই নদীর ওপরে।
বিগত বছরগুলোয় নদী দূষণ-দখল বন্ধ এবং নাব্যতা ফিরিয়ে আনতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা সরকারে আসার পর আমাদের সব সময় একটা প্রচেষ্টায় ছিল নদীগুলোকে কীভাবে সুরক্ষিত করা যায়, কীভাবে নাব্যতা ফিরিয়ে আনা যায়।
অপরিকল্পিত নিচু ব্রিজ নৌ চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু এখানে নয় সারা বাংলাদেশের স্থানীয় সরকারের পক্ষ থেকে কতগুলো ব্রিজ করা হলো। সে সময় ব্রিজগুলো মানুষের খুব উপকারে এসেছে। কিন্তু ব্রিজগুলো করার সময় এটা মাথায় রাখা হয়নি যে এগুলোয় নৌ চলাচল ক্ষতিগ্রস্ত হবে। যার জন্য এখন সমস্যা হয়ে গেছে। এই ব্রিজগুলো একেকটা প্রতিবন্ধকতা।
রাজধানীর বাইরে অন্য শহরগুলো পরিকল্পিত ভাবে গড়ে তোলার নির্দেশনা দিয়ে শেখ হাসিনা বলেন, ঢাকার বাইরে অন্য শহরগুলোর ক্ষেত্রেও এখনই পরিকল্পনা নিতে হবে। আমরা যে পরিকল্পনাই করি না কেন সেখানে বর্জ্য ব্যবস্থাপনা, পানির প্রবাহ ঠিক থাকে। নদীগুলোর ড্রেজিং করা এবং নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।
শিল্প কলকারখানায় ট্রিটমেন্ট প্ল্যান্ট নিশ্চিত করা প্রসঙ্গে তিনি বলেন, আমাদের চারটা নদী যেন দূষণমুক্ত করতে পারি। বর্জ্যটা যাতে না যায়, সেটা যেন ট্রিটমেন্ট প্লান্ট দিয়ে যায়।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৩
এমইউএম/এমজে