ঢাকা: রাজধানীর পল্টনে গত ২৮ অক্টোবরের সহিংসতা এবং পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও নাশকতার অভিযোগে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৪ ডিসেম্বর) বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গণপরিবহন ও ব্যক্তিগত পরিবহন ভাঙচুর এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা ঘটানো হয়। সিসিটিভি ফুটেজ, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভিডিও ফুটেজ এবং সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণ করে জড়িতদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ায় র্যাব।
এরই ধারাবাহিকতায় ৪ ডিসেম্বর রাজধানীর জুরাইন এলাকায় অভিযান চালিয়ে যাত্রাবাড়ী থানার ৫০নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাকির হোসেনসহ বিভিন্ন স্থান থেকে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনার সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করা হয়।
এ নিয়ে গত ২৮ অক্টোবর ও পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত মোট ৮২৬ জনকে র্যাব গ্রেপ্তার করেছে বলে জানান কমান্ডার খন্দকার আল মঈন।
বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এমএমআই/এমজেএফ