ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

মানিকনগরে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
মানিকনগরে বাসে আগুন বাসে আগুনের ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মানিকনগরে একুশে এক্সপ্রেস নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলের দিকে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বাসে আগুনের তথ্য নিশ্চিত করেন।

আনোয়ারুল ইসলাম দোলন জানান, বাসে আগুনের সংবাদে সেখানে দুটি ইউনিট পাঠানো হয়েছে।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনাস্থলে তিনিসহ পুলিশ সদস্যরা উপস্থিত আছেন।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।