ঢাকা: রাজধানীর মানিকনগর চৌরাস্তা এলাকায় একুশে এক্সপ্রেস পরিবহনের তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস।
বুধবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।
সংস্থাটির সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্য দেন।
তিনি বলেন, আগুনের সংবাদের সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। পরে জানা যায়, সেখানে একুশে নামে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন লাগার সংবাদ পাওয়া যায় ৪টা ৪৮ মিনিটে। পরে ঘটনাস্থলে তিনটি ইউনিট পাঠানো হয়। বিকাল ৫টা ২৬ মিনিটে আগুন সম্পূর্ণ নেভানো হয়।
তিনি আরও জানান, দুর্বৃত্তদের দেওয়া একুশে এক্সপ্রেস নামে ৩টি বাসে আগুনে ২টি সম্পূর্ণ পুড়ে গেছে। একটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
মুগদা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান বলেন, মানিকনগর চৌরাস্তায় একুশে এক্সপ্রেসের ডাম্পিং ডিপোতে মেরামত করার জন্য ইঞ্জিনবিহীন অবস্থায় তিনটি বাস সেখানে ছিল। মেরামতের জন্য থাকা ডিপোতে দুর্বৃত্তরা দুটি বাসে আগুন দেয়।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৩
এজেডএস/এসএএইচ
Sayed Al Hasan Shimul