ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে চাল বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৩
দিনাজপুরে চাল বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা 

দিনাজপুর: দিনাজপুরের বীরগঞ্জে চাল বোঝাই একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকের সামনের অংশ ও কিছু চাল পুড়ে গেছে।

 

বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলার সেতাবগঞ্জ থেকে বুধবার রাতে রংপুরের উদ্দেশে রওনা দেয় চাল বোঝাই ট্রাকটি। পথে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের আমতলী এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত ট্রাকটির গতিরোধ করে। পরে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়।  

তাৎক্ষণিকভাবে ট্রাকের চালক ও হেলপার বিষয়টি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুল ইসলাম জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান শুরু করেছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।