ঢাকা: ঢাকার কেরানীগঞ্জে পারিবারিক কলহের জের ধরে বাবা, মা ও বোনকে কুপিয়ে জখম করেছেন জুয়েল নামে এক যুবক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কদমতলীর বনডাক পাড়া মসজিদ গলি এলাকায় তাদের বাড়িতে এ ঘটনা ঘটে।
জখম তিনজন হলেন মান্নান দেওয়ান (৬৫), তার স্ত্রী জহুরা বেগম (৫৫) ও মেয়ে লিমা আক্তার (২৭)।
ঢামেক হাসপাতালে আহত তিনজন ও লিমার স্বামী শাকিল আহমেদ অভিযোগ করেন, জুয়েল সাংসারিক কলহে এবং স্ত্রীর প্ররোচনায় বটি দিয়ে তার বাবা, মা ও বোনকে কুপিয়ে আহত করেন।
তাদের দাবি, জুয়েল বিবাহিত হলেও আগে থেকে তার মানসিক সমস্যা ছিল। শ্বশুর, শাশুড়ী ও ননদ মারধর করেছে বলে স্ত্রী অভিযোগ করলে জুয়েল ক্ষিপ্ত হয়ে ওই তিনজনের ওপর হামলা চালান।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, তিনজন ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে মান্নানের মাথায় এবং তার স্ত্রী জহুরা ও মেয়ে লিমার হাতে কোপের ক্ষত আছে। সবার আঘাতই গুরুতর।
বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এজেডএস/এইচএ/