ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ডাসারে দুর্বৃত্তের বিষে মরল হাজারো মাছ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, ডিসেম্বর ৭, ২০২৩
ডাসারে দুর্বৃত্তের বিষে মরল হাজারো মাছ

মাদারীপুর: মাদারীপুর জেলার ডাসার উপজেলায় আব্দুল কুদ্দুস মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তির মাছের ঘেরের হাজার হাজার মাছ মরে ভেসে উঠেছে।  

ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ঘেরে বিষ প্রয়োগ করেছে।

এতে করে ওই মাছ চাষির প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানায়।  

পূর্ব-শত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি।

এ ঘটনায় ডাসার থানায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।  

এর আগে বৃহস্পতিবার সকালে উপজেলার মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।  

জানা গেছে, উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া গ্রামের মাছ চাষি আব্দুল কুদ্দুস মাতুব্বর দীর্ঘদিন ধরে ওই এলাকার বেশ কয়েকটি ঘেরে মাছ চাষ করে আসছেন। বৃহস্পতিবার রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা একটি ঘেরে বিষ প্রয়োগ করলে সকালে ঘেরে থাকা রুই, কাতল, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে। এতে করে ওই মাছ চাষির প্রায় সাত লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।  

ক্ষতিগ্রস্ত মাছ চাষি কুদ্দুস মাতুব্বর বলেন, ‘আমি অনেক কষ্টের টাকায় ঘেরে মাছ চাষ করেছিলাম। কিন্তু আমাকে শেষ করে দিলো দুর্বৃত্তরা। আমি এখন কীভাবে বাঁচবো?

ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় ভুক্তভোগীরের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।