ঢাকা: রাজধানীর ডেমরার আমিনবাগ গেট বাঁশেরপুল এলাকায় বাড়ি হোসাইন আহমেদের (২৫)। তিনি একজন সংগঠক ও স্বেচ্ছাসেবী।
হোসাইন গত ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছেন তারা। বর্তমানে হোসাইন বাসায় আছেন।
তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
যোগাযোগ ও আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01953619419 (রায়হান), 01610217064 (আশিক) ও 01568109953 (তপু) নম্বরে।
বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
আরবি