ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হোসাইনকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩২, ডিসেম্বর ৮, ২০২৩
হোসাইনকে বাঁচাতে দরকার ১২ লাখ টাকা হোসাইন আহমেদ

ঢাকা: রাজধানীর ডেমরার আমিনবাগ গেট বাঁশেরপুল এলাকায় বাড়ি হোসাইন আহমেদের (২৫)। তিনি একজন সংগঠক ও স্বেচ্ছাসেবী।

দীর্ঘদিন ধরে ফোরাম এসডিএ, উইন্টার প্রোজেক্ট, হিমু পরিবহন, আশার আলো সংগঠনসহ বিভিন্ন সংগঠনের সঙ্গে কাজ করে আসছেন তিনি। যে বয়সে হোসাইনের পরিবারের হাল ধরার কথা সেই বয়সে তিনি আর্টেরিওভেনাস ম্যালফরমেশন (এভিএম) রোগে আক্রান্ত হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন। তার চিকিৎসার জন্য প্রয়োজন ১২ লাখ টাকা। কিন্তু এত টাকা ব্যয় করার সামর্থ্য তার পরিবারের নেই। তাই সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন তার পরিবারের সদস্যরা।

হোসাইন গত ১২ থেকে ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক। তাকে ভারতে নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অন্যথায় বড় ধরনের সমস্যায় পড়তে হবে বলে জানিয়েছেন তারা। বর্তমানে হোসাইন বাসায় আছেন।

তার শারীরিক অবস্থার খোঁজ নিতে বাসায় গিয়ে দেখা যায়, তিনি বিছানায় শুয়ে আছেন। চিকিৎসার জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

যোগাযোগ ও আর্থিক সহযোগিতার জন্য প্রয়োজনে যোগাযোগ করা যাবে 01953619419 (রায়হান), 01610217064 (আশিক) ও 01568109953 (তপু) নম্বরে।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ