ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৩, ডিসেম্বর ৮, ২০২৩
বরিশাল মুক্ত দিবসে আনন্দ শোভাযাত্রা

বরিশাল: আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে বরিশাল মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সকাল সাড়ে দশটায় নগরীর বগুড়া রোডের কার্যালয় থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় যোগ দেন।

১৯৭১ আজকের দিনে বর্বর পাকিস্তানী বাহিনী মুক্তিযোদ্ধাদের ভয়ে বরিশাল থেকে পালিয়ে যায়। এ আগের দিন ৭ ডিসেম্বর বিকেল থেকে নগরীতে কারফিউ জারি করেছিল পাকিস্তানী হানাদার বাহিনী। তবে সীমান্তে ভারতীয় মিত্র বাহিনী আক্রমণ শুরু করলে ৭ ডিসেম্বর সন্ধ্যা থেকেই পাকিস্তানী বাহিনী পরাজয় জেনে বরিশাল থেকে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। ওই দিনই বরিশাল নগরী মুক্তিযোদ্ধদের নিয়ন্ত্রণে আসে। নৌযানে করে পাকিস্তানী হানাদার বাহিনী পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি। চাঁদপুরের মোহনা মেঘনায় ভারতীয় মিত্রবাহিনীর বিমান হামলায় ধ্বংস হয় গানবোট নিহত হয় পাকিস্তানী সেনা ও তাদের দোসর রাজাকাররা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এমএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ