ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

জাতীয়

বাংলানিউজের ফারুকের বাবা আশরাফ আলী আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৬:৪৫ পিএম, ডিসেম্বর ৮, ২০২৩
বাংলানিউজের ফারুকের বাবা আশরাফ আলী আর নেই আশরাফ আলী

ঢাকা: অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজটোয়েন্টিফোর.কমের গাড়িচালক ফারুক হোসেনের বাবা আশরাফ আলী (৮৫) আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

ঢাকার গোপীবাগের বাসিন্দা আশরাফ আলী বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন। দুদিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার দুই দফা স্ট্রোক হয় তার।

তিনি স্ত্রী, চার মেয়ে ও তিন ছেলেসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতেই নামাজে জানাজার পর তাকে গোপীবাগের কবরস্থানে দাফন করা হবে।

ফারুক হোসেনের বাবার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক জুয়েল মাজহার। তিনি এক বার্তায় মরহুমের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এইচএ/

বাংলাদেশ সময়: ৬:৪৫ পিএম, ডিসেম্বর ৮, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।