খুলনা: ‘এসো মিলি সবে, নবান্নের উৎসবে’ এ স্লোগানে খুলনায় নবান্ন ও পিঠা উৎসব অনুষ্ঠিত হবে আগামী শনিবার (৯ ডিসেম্বর)।
ওইদিন সকাল ৯টায় খুলনা সরকারি মহিলা কলেজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ পিঠা উৎসবের উদ্বোধন করবেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
পিঠা উৎসবে সভাপতিত্ব করবেন খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন।
মেলা সম্পর্কে কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন বলেন, প্রাত্যহিক ব্যস্ততায় এখন আর শীত এলেই ঘরে ঘরে দেখা যায় না আগের মতো পিঠা-পুলির উৎসব। নতুন প্রজন্ম বঞ্চিত হচ্ছে এসব স্বাদ ও আনন্দ থেকে। তাদের পিঠা-পুলির সঙ্গে পরিচয় করে দিতে পিঠা উৎসবের এ আয়োজন। মেলায় বাহারি পিঠা-পুলির ৩৮টি স্টল থাকবে। দিনভর থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এমআরএম/আরবি