ঠাকুরগাঁও: জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালীন মোবাইল ফোন, ইলেকট্রনিকস ডিভাইস ও উত্তরপত্র সাতজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রাণীশংকৈল উপজেলার আলশিয়া গ্রামের হুমায়নের ছেলে সেহানুর ও বাজেবকশা গ্রামের টঙ্কনাথ বর্মণের ছেলে পঞ্চানন চন্দ্র, পীরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের শমেরুলের স্ত্রী মোছা. আর্জিনা ও টাটুয়াপাড়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে ওমর ফারুক, বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী গ্রামের আনিসুর রহমান স্ত্রী হাসনাহেনা ও আলেকসিথি গ্রামের হাসান আলীর ছেলে আনোয়ার খালেক এবং রুহিয়া থানার মধুপুর গ্রামের আজহারুল ইসলামের স্ত্রী রোজিনা খাতুন।
ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঠাকুরগাঁওয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় সাতজনকে জালিয়াতির অভিযোগে আটক করা হয়েছে। তাদের মধ্যে চারজনের কাছে বিভিন্ন ডিভাইস পাওয়া যায় এবং বাকি তিনজন বাসা থেকে উত্তরপত্র পূরণ করে নিয়ে আসেন।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলেও জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসআইএ