গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে সাজিদ মিয়া (২০) ও জুয়েল রানা (২০) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে উপজেলার রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ গ্রামের হান্নানের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর সাজিদ ও জুয়েল বেপরোয়াগতিতে মোটরসাইকেল চালিয়ে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের ধাপাচিলা এলাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। পথে হান্নানের মোড় এলাকায় রাস্তার পাশের একটি ইউক্যালিপটাস গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের লোকজনকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে মরদেহ হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
এসআইএ