ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২৩
আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে প্রাণ গেল কৃষকের  মৌমাছির কামড়ে নিহত মজিবর বিশ্বাস

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় মৌমাছির কামড়ে মজিবর বিশ্বাস (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।  

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকেলে ধানক্ষেত দেখতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত মজিবর আলমডাঙ্গা পৌরসভা এলাকার নওদা-বন্ডবিল গ্রামের বাসিন্দা।

আলমডাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আশরাফুল হোসেন জানান, বিকেলে বাইসাইকেল নিয়ে মজিবর নিজের ধানক্ষেত দেখতে মাঠে যাচ্ছিলেন যান। মাঠের পাশে একটি গাছের নিচে তিনিসহ আরও কয়েকজন দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় একটি বাজপাখি মৌমাছির চাকে আক্রমণ করলে তা ভেঙে মজিবরের শরীরের ওপর পড়ে। এ সময় বেশ কিছু মৌমাছি তাকে কামড়ে আহত করে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।