ঢাকা: সৌদি আরবের রিয়াদে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘অ্যাম্বাসেডরস চয়েস: ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে’ শুক্রবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশি চলচ্চিত্র দামাল প্রদর্শিত হয়েছে।
এতে সৌদি আরবে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত ড. সুহেল এজাজ খান, বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স মো. আবুল হাসান মৃধা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, সৌদি অফিশিয়াল ও বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন পেশার অভিবাসীরা উপস্থিত ছিলেন।
দর্শকরা দামাল চলচ্চিত্রে আমাদের মহান মুক্তিযুদ্ধ ও সমসাময়িক ঘটনাবলী দেখতে পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন। উপস্থিত বাংলাদেশি কমিউনিটির সদস্যরা চলচ্চিত্রটির প্রশংসা করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম। এসময় তিনি চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগদানে রিয়াদস্থ ভারতীয় দূতাবাসকে আন্তরিক ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, ডিসেম্বর মাস আমাদের জন্য অত্যন্ত গর্বের মাস। এ মাসে আমরা আমাদের মহান বিজয় অর্জন করেছি। এসময় তিনি গভীর শ্রদ্ধায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।
তিনি বলেন, জাতির পিতার নেতৃত্বে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি।
মুক্তিযুদ্ধভিত্তিক এ চলচ্চিত্রটি প্রদর্শনে সহযোগিতার জন্য ইমপ্রেস টেলিফিল্মকে ধন্যবাদ জানানো হয়।
বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
টিআর/আরবি