ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ১০ সুপারিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ১০ সুপারিশ

ঢাকা: ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ১০ দফা সুপারিশ করেছে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ।

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে এফডিসিতে ‘ভূমিকম্পের ক্ষয়ক্ষতি রোধে করণীয়’ বিষয়ক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন - বাংলাদেশ ভূমিকম্প সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী। প্রতিযোগিতায় অংশ নেয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়।

প্রতিযোগিতায় বিচারক ছিলেন অধ্যাপক আবু মুহাম্মদ রইস, অধ্যাপক ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক শাহরিয়ার অনির্বাণ ও স্থপতি সাবরিনা ইয়াসমিন মিলি।

অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ১০ দফা সুপারিশ করেন -

১) বিল্ডিং কোড বাস্তবায়নে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এর নেতৃত্বে একটি রোডম্যাপ তৈরি করা।

২) ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা নির্দেশিকা মানতে বাধ্য করা।

৩) ঝুঁকিপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা চিহ্নিত করে এগুলোকে ভূমিকম্প সহনীয় করা।

৪) ভবন নির্মাণে সকল উপকরণের পরীক্ষার জন্য রিসার্চ, ট্রেনিং ও টেস্টিং ল্যাবরেটরি স্থাপন নিশ্চিত করা

৫) ভূমিকম্প ঝুঁকি হ্রাস ও উদ্ধার তৎপরতা জোরদারের জন্য সংশ্লিষ্ট সংস্থার সক্ষমতা বাড়ানো।

৬) ভূমিকম্প ঝুঁকি হ্রাস সম্পর্কিত তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অবহিত করা।

৭) প্রতি ৩ মাস পর পর ভূমিকম্প পরবর্তী উদ্ধার কাজে দায়িত্বপ্রাপ্ত সংস্থাসমূহের সমন্বয় ও প্রস্তুতি পর্যালোচনা করা এবং মহড়া নিশ্চিত করা।

৮) ভবন নির্মাণে নকশার ব্যত্যয় রোধে ভবনের অনুমোদিত নকশা অনলাইনে দেওয়া।

৯) বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি নিরূপণ ও ব্যয় নির্বাহের জন্য বাজেট বরাদ্দ রাখা।  

১০) রাজধানীর প্রতি ওয়ার্ডে আরবান রেসকিউ টিম তৈরি করে তাদের প্রশিক্ষিত করা।

‘ভবন মালিকদের দায়িত্বশীলতাই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি কমাতে পারে’ শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বিতার্কিকরা বিজয়ী হয়।

আরও পড়ুন >> ভূমিকম্পে ভবন ধসে মারা যায় ৯০ শতাংশ  

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
আরকেআর/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।