ঢাকা, শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

সিন্ডিকেট ভাঙতে পেঁয়াজ না কেনার আহ্বান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
সিন্ডিকেট ভাঙতে পেঁয়াজ না কেনার আহ্বান

ঢাকা: প্রতিবেশী দেশ ভারত রপ্তানি বন্ধের ঘোষণা দেওয়ায় বাংলাদেশে পেঁয়াজের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। দেশি পেঁয়াজের কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

 

এ অযৌক্তিক দাম বাড়ার প্রতিবাদে ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী সাতদিন পেঁয়াজ না কেনার ডাক দিয়েছেন অনেকে। কেউ ১০ থেকে ১৫ দিন পেঁয়াজ কিনবেন না বলে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন।  

ফেসবুকে বিভিন্ন ইভেন্ট খুলে পেঁয়াজ কেনা বন্ধের ডাক দিয়েছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

এ ছাড়া সিন্ডিকেট ভেঙে দিতে পেঁয়াজ না কেনার আহ্বান জানিয়ে অনেকে ফেসবুকে পোস্ট দিচ্ছেন।  

অনেকে আবার ফেসবুকের পাশাপাশি ইউটিউবে লাইভ করে পেঁয়াজ না কেনার আহ্বান জানাচ্ছেন।

ফেসবুকে মো. মামুন হোসেন নামে একজন লিখেছেন, সিদ্ধান্ত ফাইনাল। আগামী ১৫ দিন পেঁয়াজ কেনা বন্ধ। সবাই পেঁয়াজ বর্জন করুন।

পেঁয়াজ পচনশীল পণ্য, তাই কিছুদিন কেনা বন্ধ রাখলে সিন্ডিকেট ভাঙা অবশ্যই সম্ভব।

এ ছাড়া পেঁয়াজ নিয়ে নানা ধরনের রসিকতাও করছেন অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।