নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার খবরে ৭০ টাকা কমল পেঁয়াজের দাম।
সোমবার (১১ ডিসেম্বর) সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাইকারি বাজার মনিটরিং করতে এলে ভয়ে ব্যবসায়ীরা পেঁয়াজের দাম কমিয়ে দেন।
নীলফামারীর জেলার সবচেয়ে বড় সৈয়দপুরের পাইকারি বাজার বাইপাস সড়কে অবস্থিত। সেখানে পেঁয়াজের কেজি ১৯০ থেকে ২০০ টাকা বিক্রি হচ্ছিল। ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হওয়ায় সিন্ডিকেট ব্যবসায়ীরা পেঁয়াজের বাজার বাড়িয়ে দেন পাইকারি বাজারে। এর প্রভাব পড়ে খুচরা বাজারে। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে বাজার মনিটরিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজারে ম্যাজিস্ট্রেট আসার খবরে পেঁয়াজের কেজি ১২০ টাকায় নেমে আসে।
সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে বলেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানের সময় সৈয়দপুর থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম