ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ফরিদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা নিহত

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের হামলায় আনোয়ারা বেগম শানু (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে ভাঙ্গা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে।  
নিহত আনোয়ারা বেগম শানু একই  গ্রামের মৃত মোস্তফা হাওলাদারের স্ত্রী।  

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা রক্ষার্থে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

স্থানীয় এলাকাবাসী ও ভাঙ্গা থানা সূত্রে জানা গেছে, ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের কুমারখালী গ্রামের পশ্চিম পাড়ায় রোববার সন্ধ্যায় আনোয়ারা ওরফে শানু বেগমের (৬০) মেজো ছেলে রেজাউল ওরফে রেজু হাওলাদারের বাড়িতে প্রতিবেশী আতাউরের শিশু কন্যা মরিয়ম ওরফে নাঈমা (২) খেলতে আসে। এ সময় খেলা নিয়ে রেজাউলের স্ত্রী শিল্পী বেগম (২৪) ও  আতাউর এর স্ত্রী সাথীর মধ্যে কথাকাটাকাটি ও ঝগড়া ঝাটির সৃষ্টি হয়। এ সময় শানু বেগম তার পুত্রবধূর পক্ষে ঝগড়ায় লিপ্ত হলে পাশে থাকা সাথী বেগমের দেবর মৃত গফুর হাওলাদার ছেলে আতিয়ার হাওলাদার (৪০) সহ তার পক্ষের আরও কয়েকজন এসে ঝগড়ায় লিপ্ত হয়। একপর্যায়ে আতিয়ার শানু বেগমকে কিলঘুষি মেরে জখম করে। এ সময় শানু বেগম অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক শানু বেগমকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনার খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উক্ত ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে  এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন রয়েছে।

এ ব্যাপারে ঘারুয়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য জলিল মাতুব্বর বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে কুমারখালী গ্রামে শানু বেগম নামের এক মহিলা নিহত হয়েছেন।

ভাঙ্গা থানার পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রদ্যুৎ সরকার বলেন, অভিযুক্ত আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে। এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে ভাঙ্গা থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।