ব্রাহ্মণবাড়িয়া: জেলার আখাউড়ায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় সজিব মিয়া নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের মসজিদ পাড়ার ইউছুব আলীর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, গত রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। তারপর সবাই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভেঙ্গে পরিবারের সদস্যরা দেখেন ঘরের তীরের সঙ্গে উড়না দিয়ে ফাঁসি দিয়েছেন তিনি।
আখাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসআইএ