ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডিমলা হানাদার মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
ডিমলা হানাদার মুক্ত দিবস পালন

নীলফামারী: আজ ১১ ডিসেম্বর ডিমলা উপজেলার পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে ডিমলার ১০টি ইউনিয়নকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে স্বাধীনতাকামী বীরমুক্তিযোদ্ধারা সারাদেশের মতো ডিমলাকে মুক্ত করেছিল।

সোমবার (১১ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ডিমলা উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়।  

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, ডিমলা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।