ঢাকা, শুক্রবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ০১ আগস্ট ২০২৫, ০৬ সফর ১৪৪৭

জাতীয়

পাবলিক লাইব্রেরিতে ২০০ বই দিয়ে বিদায় নিলেন রামুর ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৫, ডিসেম্বর ১১, ২০২৩
পাবলিক লাইব্রেরিতে ২০০ বই দিয়ে বিদায় নিলেন রামুর ইউএনও

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা তার শেষ কর্মদিবসে রামু পাবলিক লাইব্রেরিতে দুইশ বই দিয়েছেন।

গত রোববার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় নতুন রূপে সজ্জিত রামু পাবলিক লাইব্রেরি পরিদর্শন এবং এখানে বই দিয়ে তিনি নতুন কর্মস্থলের উদ্দেশে রামু থেকে বিদায় নেন।

 

এ সময় সহকর্মীসহ অসংখ্য শুভানুধ্যায়ী এই কর্মকর্তাকে বিদায় জানাতে উপজেলা প্রশাসন প্রাঙ্গণে হাজির হন।

ইউএনও ফাহমিদা মুস্তফা বলেন, নতুন রূপে সজ্জিত করে রামু পাবলিক লাইব্রেরিকে আধুনিক মানের মেধাচর্চার কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। কিন্তু ভবনটির সংস্কার কাজ শেষ হলেও বদলিজনিত কারণে আনুষ্ঠানিকতা শেষ করা যায়নি। সরকারি নির্দেশনায় প্রশাসনিক কর্মস্থল পরিবর্তন হয়েছে।  

তিনি বলেন, আমি জেনেছি ৪০ বছর পূর্বে রামুর গুণীজনরা প্রতিষ্ঠা করেছিলেন এই পাবলিক লাইব্রেরি। লাইব্রেরিটির প্রতিটি ধুলিকণায় মিশে আছে তাদের শ্রমের সার্থকতা। এটি এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। এই পাবলিক লাইব্রেরিকে আধুনিকতার ছোঁয়ায় আবারও পুনরুজ্জীবিত করা আপনাদের দায়িত্ব।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামু পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোহাম্মাদ মুজিবুল হক, সহ-সভাপতি উপজেলা প্রকৌশলী মঞ্জুর হাছান ভুঁইয়া, সদস্য ও রামু উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মোহাম্মদ আলম, সাধারণ সম্পাদক খালেদ শহীদ, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমথ বড়ুয়া, রামু প্রেসক্লাব সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ প্রমুখ।

৪০ বছর আগে প্রতিষ্ঠিত রামু পাবলিক লাইব্রেরির সব বই চুরি হয়ে যায়। করোনা মহামারির দীর্ঘ সময়ে লাইব্রেরিটি বন্ধ ছিল। এ সময়ে লাইব্রেরির পেছনের জানালা ভেঙে দুই-আড়াই হাজার বইসহ সবকিছু নিয়ে যায় চোরেরা।

চুরির ঘটনার পর রামু পাবলিক লাইব্রেরির সভাপতি ইউএনও ফাহমিদা মুস্তফার সার্বিক তত্ত্বাবধানে লাইব্রেরিটিকে নতুনভাবে সংস্কার ও সজ্জিত করা হয়। এটি আনুষ্ঠানিক উদ্বোধন করতে না পারলেও শেষ কর্ম দিবসে প্রিয় প্রতিষ্ঠানে বই দিয়ে সন্ধ্যায় রামু ত্যাগ করেন ফাহমিদা মুস্তফা।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এসবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।