বরিশাল: বেশি দামে পেঁয়াজ বিক্রি ও মূল্য তালিকা না থাকায় বরিশালের গৌরনদীতে ১১ পেঁয়াজ ব্যবসায়ীকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার টরকী বন্দরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযান চালিয়ে আট ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বিকেলে উপজেলার মাহিলাড়ায় সহকারী কমিশনার (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে তিন পেঁয়াজ ব্যবসায়ীকে আট হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমএস/আরবি