ঢাকা: নির্বাচন কমিশনের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. শাহগীর আলমকে স্থানীয় সরকার বিভাগের উপসচিব পদে বদলি করা হয়েছে।
আর কিশোরগঞ্জের স্থানীয় সরকার উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার ডিসি নিয়োগ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার ডিসিকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এর আগে নির্বাচন কমিশনের নির্দেশে গত ২ ডিসেম্বর ময়মনসিংহ ও সুনামগঞ্জে নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়। সুনামগঞ্জের ডিসি দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীকে ময়মনসিংহে বদলি করা হয়েছে। আর জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীকে সুনামগঞ্জের ডিসি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
এমআইএইচ/আরবি