ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৬, ডিসেম্বর ১২, ২০২৩
গাজীপুরে কাভার্ডভ্যানে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় একটি কভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে দুর্বৃত্তরা কভার্ডভ্যানটিতে আগুন দেয়।

পুলিশ ও এলাকাবাসী জানান, ময়মনসিংহের ভালুকা থেকে মেসার্স সামনা ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান কুমিল্লার দিকে যাচ্ছিল। পথে গাজীপুর সিটি করপোরেশনের ঝাজর এলাকায় পৌঁছালে কয়েকজন দুর্বৃত্ত কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে তারা কাভার্ডভ্যানের সামনের অংশে আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন।

গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. রুহুল আমিন মোল্লা জানান, কভার্ডভ্যানে আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট কর্মীরা বের হয়। কিছুদূর যাওয়ার পর আগুন নিয়ন্ত্রণে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ফিরে আসে।

গাজীপুর মেট্টোপলিটনের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, দুর্বৃত্তদের চিহ্নিত করা যায়নি। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
আরএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ