ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভূমি সেবার মান উন্নয়নের লক্ষ্যে নালিতাবাড়ীতে অধিপরামর্শ সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ভূমি সেবার মান উন্নয়নের লক্ষ্যে নালিতাবাড়ীতে অধিপরামর্শ সভা

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ভূমি সেবার মান উন্নয়নের লক্ষ্যে ভূমি কর্তৃপক্ষের সঙ্গে অধিপরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর আয়োজনে উপজেলা ভূমি অফিস চত্বরে ওই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা।

নালিতাবাড়ী সনাকের সভাপতি জোবায়দা খাতুনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- নালিতাবাড়ী সনাকের সহসভাপতি মশিউর রহমান, সদস্য আবুল হোসেন, সুচিত্রা চিছাম, আনিসুজ্জামান বাপ্পি, ভূমির এসিজি সমন্বয়কারী আবিদা সুলতানা আল্পনা, সদস্য অনামিকা দাস প্রমুখ।

আলোচনা সভা সঞ্চালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হক।

এ সময় বক্তারা ভূমি সেবার মান উন্নয়নে নানা চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা করেন। পরে সহকারী কমিশনার (ভূমি) আফরোজা আফসানা ভূমি অফিসকে দুর্নীতি মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বরে ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।