ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢামেক পুরাতন ভবনের সামনে মিলল এক ব্যক্তির মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
ঢামেক পুরাতন ভবনের সামনে মিলল এক ব্যক্তির মরদেহ

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে অজ্ঞাত এক ভবঘুরে ব্যক্তির মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬৫ বছর।

বুধবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতাল কর্মচারীরা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। হাসপাতালে চত্বরেই ঘুরাফেরা করতেন তিনি। রোগীর স্বজনরা যা খেতে দিতেন তাই খেতেন।

তিনি জানান, বেলা ১১টার দিকে হাসপাতালে আসা লোকজন ও কর্মচারীরা দেখতে পান, পুরাতন ভবনের নিচতলায় ১০৫ নম্বর অপারেশন থিয়েটার বিপরীত পাশে বাথরুমের পাশে ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে আছেন। তখন পুলিশ ক্যাম্পে খবর দেওয়া হয়। পরবর্তীতে মরদেহটি উদ্ধার করে মর্গে রাখা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।