ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের শ্রম ইস্যুতে বৈঠক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
মার্কিন ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের শ্রম ইস্যুতে বৈঠক

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত শ্রমমন্ত্রী জুলি সু'র সঙ্গে বৈঠক করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসিতে এ বৈঠক করেন।

যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে সাইড লাইনে এই বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান শ্রম পরিস্থিতি এবং শ্রমিকদের অধিকার রক্ষায় সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রাষ্ট্রদূত ও ভারপ্রাপ্ত মার্কিন শ্রমমন্ত্রী দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে আলোচনা করেন। তারা বাংলাদেশের শ্রমমান নিয়ে দুই সরকারের বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত থাকা এবং সংশ্লিষ্ট অংশীদারদের উদ্বেগ নিরসনের ব্যাপারে একমত হন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইমরান যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লির সঙ্গেও সাক্ষাৎ করেন। উভয় বৈঠকেই ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্স) সেলিম রেজা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
টি আর/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।