ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
বাগেরহাটে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বাগেরহাট: বাগেরহাটে শিশুদের দেশাত্মবোধক গান, কবিতা আবৃতি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ শিশু একাডেমি বাগেরহাটের উদ্যোগে জেলা শহরের স্বাধীনতা উদ্যানে এসব অনুষ্ঠান শুরু হয়।

 

দিনব্যাপী শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃতি, দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন শেষে সন্ধ্যায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। এসব ইভেন্টে সাড়ে ৩ শতাধিক শিশু প্রতিযোগী অংশ নেয়। সাধারণ শিশুদের পাশাপাশি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও অংশ নেয়।  

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাফিজ আল আসাদ। এ সময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি ও লেখক মানিক মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, জেলা ক্রিয়া কর্মকর্তা হোসাইন আহমেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।