ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ২ কেজি ৩৬০ গ্রাম স্বর্ণসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
বেনাপোলে ২ কেজি ৩৬০ গ্রাম স্বর্ণসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২০ স্বর্ণের বারসহ (২ কেজি ৩৬০ গ্রাম) আতিয়ার রহমান (৫৮) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  

শনিবার (১৬ ডিসেম্বর) রাত ৯টার সময় বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।

আটক আতিয়ার ওই গ্রামের মৃত মহর আলীর ছেলে।  

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার এ তথ্য জানান।

তিনি জানান, পুটখালী গ্রামের পশ্চিমপাড়া এলাকা দিয়ে স্বর্ণের একটি চালান ভারতে পাচার হবে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযানকালে সন্দেহভাজন বাইসাইকেল আরোহী আতিয়ারের গতিরোধ করা হয়। এ সময় তার শরীর তল্লাশি করলে কোমরের সঙ্গে স্কচটেপ দিয়ে পেঁচানো ২০টি স্বর্ণের বার পেয়ে জব্দসহ তাকে আটক করা হয়। জব্দ স্বর্ণের ওজন ২ কেজি ৩৬০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ১২ লাখ টাকা।  

তিনি জানান, আটক পাচারকারী আতিয়ারের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।